NEWSTV24
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করুন, মস্কো সম্মেলনে প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ ০৪:২৭ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে ও শান্তিপূর্ণভাবে তাদের নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে সহায়তার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত নবম মস্কো সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।তিনি রোহিঙ্গা সংকটের বিষয়টি পুনরায় উল্লেখ করে বলেন, আপনারা নিশ্চয় অবগত আছেন, প্রায় চার বছর আগে মিয়ানমারের ১১ লাখের বেশি রোহিঙ্গা নাগরিককে জোর করে বাস্তুচ্যুত করা হলে বাংলাদেশ তাদের আশ্রয় দেয়। তারা বাংলাদেশ ও গোটা অঞ্চলের জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে। আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি। কিন্তু এ বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে অনির্দিষ্টকালের জন্য আশ্রয় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

প্রধানমন্ত্রীর রেকর্ড করা এ বক্তব্য তিন দিনব্যাপী আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত নবম মস্কো সম্মেলনে সম্প্রচার করা হয়। ভার্চুয়াল প্ল্যাটফর্মে ২১ জুন থেকে এ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।প্রধানমন্ত্রী বলেন, আমরা যতক্ষণ পর্যন্ত মানুষকে বঞ্চনা ও শোষণ থেকে মুক্তি এবং সবার জন্য শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করব,ততক্ষণ পর্যন্ত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।