NEWSTV24
লকডাউনের প্রথমদিনে ভোলায় ৪৯ জনকে জরিমানা
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ১০:৫৭ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

করোনার সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে দোকান খোলা রাখা ও মাস্ক না পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ভোলায় ৪৯ জনকে ৩৫ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়। এ ছাড়া জেলা পুলিশের অভিযানে ২০ মটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোলা সদরে ১৩ জনকে ১৭ হাজার ৮৫০ টাকা, দৌলতখানে সাত জনকে ৬ হাজার ৫০০ টাকা, বোরহানউদ্দিনে সাত জনকে ৩ হাজার ৮০০ টাকা, লালমোহনে চার জনকে ১৪০০ টাকা, তজুমদ্দিনে তিন জনকে ৮০০ টাকা, চরফ্যাশনে নয় জনকে ৪ হাজার ১০০, এবং মনপুরায় ছয় জনের ১ হাজার টাকা জরিমানা করা হয়।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরা, দৌলতখান ও লালমোহন পৃথক অভিযানে ৪৬ মামলায় ৪৯ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। জনসাধারণকে মাস্ক ব্যবহারেও সচেতন করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।