NEWSTV24
১৪ এপ্রিল থেকে সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে
সোমবার, ১২ এপ্রিল ২০২১ ০৪:১৬ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

করোনাভাইরাসের বিস্তার রোধে সর্বাত্মক লকডাউনে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সাধারণ ছুটি ঘোষণা আসতে পারে। এ বিষয়ে প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।রোববার মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।তারা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সাধারণ ছুটি ঘোষণা আসছে। আপাতত এক সপ্তাহের হলেও পরিস্থিতি বিবেচনায় পরে এটি আরও এক সপ্তাহ বাড়ানোরও চিন্তাভাবনা রয়েছে।এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুতি নিয়েছে। সাধারণ ছুটির মধ্যে গণপরিবহন বন্ধ রাখাসহ অন্যান্য কী কী বিধিনিষেধ থাকবে, সেটি নিয়ে এখন কাজ চলছে।সংশ্নিষ্ট সচিবরা অনলাইনে বৈঠকের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ সংক্রান্ত বিষয়ে সোমবার বা মঙ্গলবার সচিবদের বৈঠক হতে পারে। এরপর পরিপত্রে এসব বিষয় স্পষ্ট করা হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রথম ধাপের চলমান লকডাউন ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার বাস বন্ধ থাকবে। আর ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হবে।