সব ধরনের যাত্রীবাহী ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়েতাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি যেসব অঞ্চলেবিশ্ব ধরিত্রী দিবস আজপ্রাথমিকে শিক্ষক নিয়োগ: সংশোধিত ফলাফলে উত্তীর্ণ ৪৬ হাজারসকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
No icon

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে বের হওয়া নিষেধ

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সন্ধ্যা ৭টার পর বাড়ির বাহিরে ঘোরাফেরা ও আড্ডা দেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন।বুধবার বিকালে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।জনস্বার্থে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের জন্য উপজেলার বিভিন্ন স্থানে থাকা চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের বিনোদন পার্ক, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, রাস্তার মোড়ে শিক্ষার্থীদের আড্ডা দেয়া থেকে বিরত থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে ঘোরাফেরা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।