ব্যাংক আলফালাহর ব্যবসা অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়াআজ এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবাথাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীআনাড়ি হাতে ২০ টন ট্রাক, ফের সড়কে ঝরল ১৪ প্রাণইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র
No icon

ফেসবুকের বিরুদ্ধে আবারও মামলা

ফের একবার মামলার সম্মুখীন হতে হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে। এবার ফেসবুকের বিরুদ্ধে মামলা করল অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজ্যুমার কমিশন (এসিসিসি)। তাদের অভিযোগ, সম্মতি ছাড়া গ্রাহকের ডেটা সংগ্রহ করছে ফেসবুক।এর আগে অবৈধভাবে গ্রাহকের ডেটা ব্যবহার করে বাজার আধিপত্য ধরে রাখা এবং হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো প্রতিষ্ঠানকে অধিগ্রহণের অভিযোগ এনে মামলা করে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এসিসিসির চেয়ারম্যান রড সিমস জানান, মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) প্রতিযোগিতার বিষয়গুলো খুঁজছে। আর ভোক্তার দিকটা দেখছে এসিসিসি। তাদের প্রতিষ্ঠানের করা সাম্প্রতিক মামলাগুলো পর্যালোচনা করে এসিসিসির অবস্থান রক্ষা করা হবে বলেও জানান রড সিমস।