চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারিআমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন সেরেলাক-নিডোয় অতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএজাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্রভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু
No icon

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ১২০০ ঘর

কক্সবাজারের উখিয়া শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২০০ ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রোববার ৫টার দিকে উখিয়া পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নাম্বার ক্যাম্পে এই আগুন লাগে। আগুনে প্রাথমিকভাবে ১২০০ ঘর পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন পুলিশ।উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।রোববার রাত ৭টায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন সমকালকে বলেন, শফিউল্লাহ ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত ১২০০ ঘর পুড়ে গেছে, সংখ্যাটি আরও বাড়তে পারে। ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা মো. আলীর ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় হবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে সেখানে পুলিশ কাজ করছে।উখিয়া বালুখালী ক্যাম্পের নেতা সুলতান আহমদ জানান, ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে এসব মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে। দ্রুত তাদের সহায়তা দেওয়া দরকার।এর আগে চলতি বছরে ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নাম্বার ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালের জেনারেটর থেকে আগুন লেগেছিল। এছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।