চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারিআমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন সেরেলাক-নিডোয় অতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএজাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্রভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু
No icon

লকডাউনের প্রথমদিনে ভোলায় ৪৯ জনকে জরিমানা

করোনার সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে দোকান খোলা রাখা ও মাস্ক না পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ভোলায় ৪৯ জনকে ৩৫ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়। এ ছাড়া জেলা পুলিশের অভিযানে ২০ মটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোলা সদরে ১৩ জনকে ১৭ হাজার ৮৫০ টাকা, দৌলতখানে সাত জনকে ৬ হাজার ৫০০ টাকা, বোরহানউদ্দিনে সাত জনকে ৩ হাজার ৮০০ টাকা, লালমোহনে চার জনকে ১৪০০ টাকা, তজুমদ্দিনে তিন জনকে ৮০০ টাকা, চরফ্যাশনে নয় জনকে ৪ হাজার ১০০, এবং মনপুরায় ছয় জনের ১ হাজার টাকা জরিমানা করা হয়।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরা, দৌলতখান ও লালমোহন পৃথক অভিযানে ৪৬ মামলায় ৪৯ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। জনসাধারণকে মাস্ক ব্যবহারেও সচেতন করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।