দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ যেসব প্রস্তাব চূড়ান্ত করল বিএনপিইউক্রেন যুদ্ধ বৈশ্বিক যুদ্ধে রূপ নিচ্ছে: পুতিনগুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব৫ দেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতাইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ৫৯
No icon

রাজধানীতে যান চলাচল কম

অন্যান্য ছুটির দিনের তুলনায় আজ শুক্রবার রাজধানীতে  যান চলাচল কম দেখা গেছে। রাজধানীর পল্টন, শাহবাগ, ফার্মগেট, মহাখালী, শ্যামলী ও কল্যাণপুর ঘুরে এমন চিত্র দেখা গেছে।রাজধানীর মহাখালী থেকে শাহবাগে অফিসগামী হাসান আহমেদ   বলেন, শুক্রবার দিন এমনিতে রাস্তাঘাট খালি থাকে। কিন্তু আজকে গাড়ি কম। সে তুলনায় মানুষ বেশি হয়ে গেছে। এজন্য গাড়িতে গাদাগাদি করে যেতে হচ্ছে। বাসে উঠতেও সময় লেগে গেছে।শ্যামলী থেকে অফিসগামী সাব্বির রহমান তালুকদার বলেন, অনেকক্ষণ অপেক্ষার পর বাসে উঠতে পেরেছি। অফিসে পৌঁছাতে নির্ঘাত দেরি হয়ে যাবে।আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। ফলে রাজধানীবাসীর মাঝে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে অন্য ছুটির দিনের তুলনায় যানবাহন কম হয়ে থাকতে পারে।