চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারিআমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন সেরেলাক-নিডোয় অতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএজাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্রভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু
No icon

সারাদেশে সব সময় হাফ পাস দাবি

ধু ঢাকা মহানগরে বাসের অর্ধেক ভাড়া বা হাফ পাসের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা শুধু ঢাকায় নয়, সারাদেশেই অর্ধেক ভাড়া চান। একই সঙ্গে তা নির্দিষ্ট সময়ের মধ্যে নয়, সপ্তাহের সব দিন ২৪ ঘণ্টাজুড়ে চান। পাশাপাশি নিরাপদ সড়ক প্রতিষ্ঠার দাবিতে তাদের অন্য দফাগুলোর প্রতি অনড় রয়েছেন শিক্ষার্থীরা।গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে গিয়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে নিজেদের দাবিনামা পেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা। পৌনে এক ঘণ্টার বৈঠক থেকে বেরিয়ে তারা জানান, তাদের দাবি মানা হয়নি, আশ্বাসও দেওয়া হয়নি। এরপর তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন। ৯টি দাবিতে আজ বুধবার তারা সারাদেশে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।সরকার বাসের ভাড়া বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর থেকে হাফ পাসের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এর মধ্যে ২৪ নভেম্বর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান এবং সোমবার রাতে রামপুরায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ায় তাদের ক্ষোভ আরও বৃদ্ধি পায়।গতকাল রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। মতিঝিলে উত্তেজিত শিক্ষার্থীরা দুটি বাস ভাঙচুর করেছেন। হাফ পাসের দাবির আন্দোলনকারীরা নিরাপদ সড়কের আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হয়েছেন।


শিক্ষার্থীদের আন্দোলনে গতকাল রাজধানীর অন্তত ছয়টি এলাকা অচল হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ সড়কে অবরোধের কারণে গাড়ি চলাচল বন্ধ হওয়ার জেরে আশপাশের সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। কোথাও কোথাও এ জট লেগে যায় অলিগলিতেও।আন্দোলনের মুখে গতকাল সকালে শিক্ষার্থীদের হাফ পাসের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় ঢাকা পরিবহন মালিক সমিতি। সংবাদ সম্মেলন করে তারা জানায়, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ছবিযুক্ত পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দিতে পারবেন। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য ছুটির দিনে এ সুযোগ থাকবে না। পাশাপাশি এটি শুধু ঢাকা মহানগরের জন্য প্রযোজ্য হবে।এ ঘোষণা প্রত্যাখ্যান করে রামপুরা, নীলক্ষেত, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকার সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। বিকেল ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল নিরাপদ সড়ক আন্দোলন;-এর ব্যানার নিয়ে বিআরটিএ ভবনের সামনে অবস্থান নেয়।