চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারিআমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন সেরেলাক-নিডোয় অতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএজাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্রভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু
No icon

কল্যাণপুরে বস্তিতে আগুনে পুড়লো দুইশ ঘর

রাজধানী কল্যাণপুরের বেলতলা ৯ নম্বর বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে প্রায় দুই শতাধিক ঘর। এমন দাবি করেছেন বস্তির সাধারান বাসিন্দারা।এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এর আগে ফায়ার সার্ভিসের ১৪টি উনিটের চেষ্টায় রোববার (২০ মার্চ) রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেন।এর আগে রাত পৌনে ৯টার দিকে সেখানে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ শুরু করে।মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায় রাত ৯টায়। পরে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আবুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি জানান, পর্যবেক্ষণ শেষে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।