এফডিসির ঘটনায় ডিপজল-মিশা সওদাগরের দুঃখ প্রকাশপ্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেনগরমের তীব্রতা কমাতে কী কাজ করেছেন, জানালেন হিট অফিসারবিনা ভোটে নির্বাচিত ৩৩ প্রার্থীসব ধরনের যাত্রীবাহী ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে
No icon

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মোহনপুর সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার উত্তরাইল গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমদ্দিনের ছেলে জলিল উদ্দিন (৫০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রসিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় চিরিরবন্দর উপজেলার মোহনপুর সেতুর সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে উল্টে যায়। এ সময় বাসের যাত্রী হালিমা খাতুন ও জলিল উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়।