এফডিসির ঘটনায় ডিপজল-মিশা সওদাগরের দুঃখ প্রকাশপ্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেনগরমের তীব্রতা কমাতে কী কাজ করেছেন, জানালেন হিট অফিসারবিনা ভোটে নির্বাচিত ৩৩ প্রার্থীসব ধরনের যাত্রীবাহী ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে
No icon

বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের চারজন মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলমুদ গ্রামের একটি কৃষি জমির মাঠে এ ঘটনা ঘটে।নিহতরা হচ্ছেন শিলমুদ গ্রামের আবুল বাশারের ছেলে আবদুর রহিম (৫৫), উজির আলীর ছেলে মো: ইউসুফ (৪৮), নুর হোসেনের ছেলে সুমন (২৮) ও শহিদ উল্যার ছেলে জুয়েল (১৬)। এই ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে সোনাইমুড়ী উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন অর রশিদ জানান, শিলমুদ গ্রামের বাসিন্দা আবদুর রহিম শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তার কৃষি জমিতে নামেন। ওই জমির উপর স্থাপিত পল্লী বিদ্যুৎ সমিতির পুরাতন লোহার খুুঁটি বিদ্যুতায়িত হয়ে মাঠের পানিও বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় আবদুর রহিম বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে থাকলে তাকে বাচাতে যায় ইউসুফ। ইউসুফও মাঠে নেমে বিদ্যুাতায়িত হয়ে ছটফট করতে থাকে। পরে তাকে বাচাতে গিয়ে সুমন এবং সুমনকে বাচাতে গিয়ে জুয়েল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।পরে তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।