প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেনগরমের তীব্রতা কমাতে কী কাজ করেছেন, জানালেন হিট অফিসারবিনা ভোটে নির্বাচিত ৩৩ প্রার্থীসব ধরনের যাত্রীবাহী ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়েতাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি যেসব অঞ্চলে
No icon

টঙ্গীর গোডাউনের আগুন, কাজ করছে ৮ ইউনিট

গাজীপুর মহানগরীর টঙ্গী মিলগেট এলাকার অলিম্পিয়া মার্কেটের ঝুটের গোডাউনের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার (১০ জুন) রাত সাড়ে ৯টায় একটি ঝুটের গুদামে আগুন লাগার পর ওই আগুন দ্রুত পাশে থাকা অপর গুদামে ছড়িয়ে পড়ে।আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করলেও তা বাড়িয়ে বর্তমানে আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত রাত সাড়ে ৩টায় এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, রাতে হঠাৎ করেই অলিম্পিয়া মার্কেটের একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই পাশের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের প্রথমে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও দুটি ইউনিট বাড়িয়ে বর্তমানে আটটি ইউনিট কাজ করছে।প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানান তিনি।