NEWSTV24
উত্তপ্ত ভোটের মাঠ
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১৫:১৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

নির্বাচনি প্রচারের সময় গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থী এবং বরিশালের মুলাদীতে এবি পার্টির কর্মীর ওপর হামলা চালানো হয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাঁড়িপাল্লার অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে অগ্নিসংযোগের অভিযোগও পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- গাইবান্ধা : গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কর্মী-সমর্থকদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে সাঘাটা উপজেলার কচুয়া ও পদুমশহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে কচুয়া ইউনিয়নে নির্বাচনি লিফলেট বিতরণ শেষে স্বতন্ত্র প্রার্থী নিশাদের কর্মীরা একটি বাজারে চা পান করছিলেন। এ সময় একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কয়েকজন কর্মী আহত হন এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রায় একই সময়ে পদুমশহর এলাকায় একটি বাসায় নির্বাচনি মতবিনিময় সভা চলাকালীন বাইরে রাখা পাঁচটি মোটরসাইকেল পুরোপুরি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক জেলা সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদ বলেন, বিএনপি প্রার্থী ফারুক আলমের সমর্থক ও উপজেলা বিএনপির সদস্য সচিব তুলিপ তার বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তারা আমার ১০ সমর্থককে আহত করেছে এবং ১০-১২টি মোটরসাইকেল ভেঙে ফেলেছে। এ ঘটনায় আমি আজ (শনিবার) সকালে সাঘাটা থানায় এবং রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করব। অভিযোগের বিষয়ে বিএনপি প্রার্থী ফারুক আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা বিচারক তানজির হোসেন জানান, হামলার বিষয়টি তারা মৌখিকভাবে অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার নির্বাচনি অফিস ও পথসভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থীর প্রচার সামগ্রী ও ফেস্টুন ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লার নির্বাচনি অফিসে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। অন্যদিকে একই রাতে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থীর কিছু প্রচার সামগ্রী, ফেস্টুন ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এ ঘটনায় জামায়াত প্রার্থীরা প্রতিপক্ষকে দায়ী করেছেন। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।

বরিশাল : বরিশালের মুলাদীতে ১০ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি প্রচারণায় বাধা ও কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। গতকাল বেলা ১২টায় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে মুলাদী বন্দর এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। পরে নেতা-কর্মীরা মুলাদী কেন্দ্রীয় ঈদগাহে সমাবেশ করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সালেহ, সেক্রেটারি মো. মোর্শেদ আলম, সহকারী সেক্রেটারি আবদুল মোতালেব, আবদুল্লাহ আহাদ ভূইয়া, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. হুমায়ুন কবির, বরিশাল জেলা শ্রমিক ফেডারেশন সভাপতি সানাউল্লাহ সাজিদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি হামিম হোসেন, মুলাদী সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি আহনাফ রহমান সামিত প্রমুখ। বক্তারা বলেন, জোট প্রার্থীর প্রচারণার সময় বাধা এবং জামায়াতে ইসলামীর মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আরিফ হোসেন বয়াতিকে মারধর করেছেন যুবদল নেতা-কর্মীরা। নির্বাচনি প্রচার-প্রচারণায় বাধা এবং কর্মীর ওপর হামলা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রসঙ্গত, গত শুক্রবার বিকালে ১০ দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ঈগল প্রতীকের প্রচারণায় যুবদল নেতা-কর্মীরা জামায়াতে ইসলামীর কর্মী আরিফ হোসেন বয়াতির ওপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় শুক্রবার রাতে আরিফ বয়াতি বাদী হয়ে উপজেলা যুবদলের সদস্যসচিব আরিফুর রহমান টিটু ও পৌর যুবদল সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন হাওলাদারসহ তিনজনের বিরুদ্ধে জিডি করেছেন।