NEWSTV24
উগ্র হিন্দুত্ববাদীদের কাছে মাথা নত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড : আসিফ নজরুল
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ০২:১০ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

আইপিএলের আসন্ন আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশ দলের তারকা পেস বোলার মোস্তাফিজুর রহমানের। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পর ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে নিরাপত্তা ইস্যুতে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারত যদি আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে তাহলে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার, টিম অফিসিয়াল এবং ভক্ত সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে? 

নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ করে বিসিবি। পাকিস্তানের মতো বাংলাদেশও বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলংকায় গিয়ে খেলতে চেয়েছিল। 

গতকাল (বুধবার) সন্ধ্যায় ভার্চুয়ালি সভায় আইসিসি চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে উপস্থিত ছিলেন পূর্ণ সদস্য দেশের ১৬ বোর্ড পরিচালক। সেই সভা শেষে জানানো হয় বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কিনা তা আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগেই জানাতে হবে। 

যে কারণে আজ বিকালে ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। মিটিং শেষে তিনি জানান, ‘আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটের অনেক বড় একজন ভক্ত। বাংলাদেশ ক্রিকেট দলে লিটন আছে, মিরাজ আছে, নাজমুল আছে, সোহান, তামিম—সবারই ভক্ত। তো স্বভাবতই আমরা সবাই চেয়েছি, আমরা যেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারি, আমরা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি। কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অর্জন করেছে।’