NEWSTV24
ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালক নিহত
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১৫:৪৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় লেগুনার ধাক্কায় এক অজ্ঞাত ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।উদ্ধারকারী পথচারী রবিউল ইসলাম জানিয়েছেন, রাত আনুমানিক ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় একটি লেগুনা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় পাশে থাকা এক ভ্যানচালক গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার পরিচয় পাওয়া যায়নি। রাস্তার পাশে তার ভ্যানটি পরে ছিল।ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।