NEWSTV24
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ২৩:০২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির লক্ষ্যে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে আবেদন কার্যক্রম শুরু হয়। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আবেদনের পরীক্ষামূলক কার্যক্রম গতকাল মঙ্গলবার রাত ১২টার পর থেকে শুরু হয়েছে। দেশের বিভিন্ন এমপিও প্রত্যাশী শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আজ বুধবার সকাল ১০টা থেকে আবেদন করতে পারছে।

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে নতুন প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার লক্ষ্যে এই আবেদন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বলে জানান উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ।