NEWSTV24
আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬ ১৭:৩৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত মার্চ ফর ইনসাফ কর্মসূচি। ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি।এ সময় সংগঠনটির নেতাকর্মীরা সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে গিয়ে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সহযোগিতা চাইবেন।ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। তা না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলন শুরু করা হবে। সংগঠনটির নেতারা বলেন, ২২ কর্মদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলনের দিকেও যেতে তারা বাধ্য হবেন।এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা বৈঠক করবেন। তবে সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো গোপন বৈঠক হবে না। দিল্লির সঙ্গে কোনো সিক্রেট বৈঠক চলবে না।তিনি আরও বলেন, বাংলাদেশের চারপাশে বিভিন্ন দিক থেকে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলব। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরা কারো কাছে তুলে দেব না। আমাদের এই লড়াই কেবল শুরু।ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি আমাদের এই আন্দোলনের পথ দেখিয়ে গেছেন। এখন আমাদের সেই পথেই সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াই চলবে। .