NEWSTV24
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ২৩:১২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার তাঁর সঙ্গে বৈঠক করবেন নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। হোয়াইট হাউসে এই বৈঠকটি হতে যাচ্ছে রিপাবলিকান কোনো নেতার সঙ্গে মামদানির প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্প জানান, মামদানিই বৈঠকের অনুরোধ করেছেন। অপরদিকে এক বিবৃতিতে মামদানিও বৈঠকের কথা নিশ্চিত করেছেন। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নিউইয়র্কবাসীর উদ্বেগ নিয়ে কথা বলার জন্য তাঁর ব্যক্তিগত দলই হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল।