NEWSTV24
চট্টগ্রামে বিএনপির গণসংযোগে খুন, কেন টার্গেটে ছিলেন ‘সন্ত্রাসী’ বাবলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ১৫:২০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার মাত্র দুই দিনের মাথায় চট্টগ্রামে লাশ পড়ল। চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগেই গুলির ঘটনা ঘটেছে। এতে এরশাদ উল্লাহসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আলোচিত সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা (৪৩)।গতকাল বুধবার সন্ধ্যার দিকে নগরীর হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অন্য তিনজন হলেন ইরফানুল হক শান্ত, আমিনুল হক ও মর্তুজা হক। তাদের মধ্যে শান্ত ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। বাকি দুজনও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। এরশাদ উল্লাহসহ অন্য তিনজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিএনপির নেতারা একে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন তারা।বুধবার রাত ৮টার দিকে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। তবে ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাত সাড়ে ৮টার দিকে সেনাবাহিনী ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়।চট্টগ্রাম নগরীতে সংসদীয় আসন আছে চারটি। এর মধ্যে চট্টগ্রাম-৮(বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ-বায়েজিদ আংশিক) আসনে গত সোমবার নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।

বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানায়, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এরশাদ উল্লাহ আশঙ্কামুক্ত। তাঁর চিকিৎসা কার্যক্রম চলছে। এরশাদ উল্লাহর ছেলে ইমাদ এরশাদ বলেন, আমার বাবাকে গুলি করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, নির্বাচনী প্রচারকালে নগর বিএনপির আহ্বায়কসহ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল সরওয়ার বাবলার। সাজ্জাদ কারাগারে রয়েছেন। কিন্তু তার অনুসারীদের কেউ এ খুনে জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছি। মৃত্যু নিশ্চিত করতে খুব কাছ থেকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় বিএনপি নেতা এরশাদ উল্লাহও গুলিবিদ্ধ হন।নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, নির্বাচনী প্রচারকালে এরশাদ উল্লাহর ওপর গুলি চালিয়েছে জামায়াত-শিবিরের লোকজন। আসন্ন নির্বাচনকে বানচাল করতেই সক্রিয় আছে একটি পক্ষ। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০টিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে বুধবার সন্ধ্যার দিকে হামজারবাগ এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর এটি তাঁর আনুষ্ঠানিক প্রথম গণসংযোগ ছিল।