NEWSTV24
হংকং ও তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার তাণ্ডব, মৃতু ১৪ জনের
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সুপার টাইফুন রাগাসা হারিকেনের শক্তি নিয়ে ও প্রবল বৃষ্টিসহ হংকংয়ে আঘাত হেনেছে। চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই টাইফুনের প্রভাবে তাইওয়ানে প্রবল বৃষ্টির মধ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) তাইওয়ানের দমকল পরিষেবা জানিয়েছে, রাগাসা তাণ্ডব চালানোর সময় ভারি বৃষ্টির মধ্যে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হোয়ালিয়েন কাউন্টিতে একটি কৃত্রিম হ্রদের পানি উপচে পড়ে, এতে পানির বিশাল একটি ধারা হোয়ালিয়েন শহরটির ওপর দিয়ে বয়ে যায়। পর্বতের ওপর থেকে নেমে আসা এই হড়কা বানে ১৪ জনের মৃত্যু ও ১২৪ জন নিখোঁজ হয়।গত সোমবার থেকে রাগাসার একটি পাশ তাইওয়ানে আঘাত হানতে শুরু করে, এর প্রভাবে দ্বীপটিতে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে।হংকংয়ের কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ি থেকে বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়ার পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। উত্তাল ঢেউ এশিয়ার আর্থিক কেন্দ্রটির পূর্বাংশের ও দক্ষিণাংশের তটরেখায় আছড়ে পড়তে থাকে, এতে কিছু রাস্তার পাশাপাশি ঘরবাড়িও ডুবে যায়।