NEWSTV24
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন: নাছির উদ্দীন
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

নির্বাচনে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন বলে জানালেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।আজ মঙ্গলবার সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।ডাকসুর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের একটি শুভ সূচনা হবে মন্তব্য করে নাছির উদ্দীন বলেন, এখন পর্যন্ত আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি ভোটকেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান হচ্ছে। দিন যত বাড়বে, আমরা সার্বিক পরিস্থিতি আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারবো বলে মনে করি। শিক্ষার্থীরা আসছেন এবং বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের বাসগুলো বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করছে এটি আমাদের জন্য স্বস্তিদায়ক খবর।কয়েকজন শিক্ষকের আচরণে মর্মাহত হওয়ার কথাও জানিয়েছেন তিনি।ছাত্রদলের বিরুদ্ধে ১০০ মিটারের মধ্যে প্রচারণা চালানো ও লিফলেট বিতরণ করার ব্যাপারে নাছির উদ্দীন বলেন, আপনারাই দেখেছেন এটি মুজিব হলের ভোটকেন্দ্র। এখান থেকে ছাত্রদলের ভোটকেন্দ্র প্রায় ১৫০ মিটার দূরে, প্রোভিসি স্যারের বাংলোর পরে। সুতরাং এরকম অভিযোগ ভিত্তিহীন। বিশেষ করে শিবিরপন্থী ভিপি ও জিএস প্রার্থী যারা অতীতে ছাত্রলীগের রাজনীতি করেছে এবং গণঅভ্যুত্থানের পরে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে তারাই এখন এই ধরনের অভিযোগ করছে। আমরা যদি মিথ্যা বলি, আপনারাই প্রমাণ করুন।