NEWSTV24
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৫ পূর্বাহ্ন

NEWSTV24

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রায়হান রনিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ।

ডিএমপি সূত্র জানায়, একই দিন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক পাঠাগারবিষয়ক উপসম্পাদক মো. মোখলেসুর রহমান মুকুল (৩১), ঢাবি ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. মাহফুজ হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।