দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার (১২ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SILVAPHL)। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১ টাকা ৮০ পয়সায় লেনদেন শেষ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স (PRAGATILIF)। কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩৫ টাকা ৫০ পয়সায়। তৃতীয় স্থানে থাকা ডোমিনেজ স্টিল বিল্ডিংস লিমিটেড (DOMINAGE) শেয়ারের দর ৭ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড (ANWARGALV), শেয়ারের দর ৬ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ টাকা ৯০ পয়সায়। পঞ্চম স্থানে থাকা হোটেল সোনারগাঁও (SONARGAON) এর শেয়ারদর ৬ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৫ টাকা ৬০ পয়সায় পৌঁছেছে।
দর বৃদ্ধির তালিকার বাকি কোম্পানিগুলো হলো—
৬. স্টাইলক্রাফট (STYLECRAFT) – ৬ দশমিক ০৭ শতাংশ
৭. সিটি জেনারেল ইন্স্যুরেন্স (CITYGENINS) – ৫ দশমিক ৩৪ শতাংশ
৮. ওরিয়ন ইনফিউশন (ORIONINFU) – ৪ দশমিক ৬০ শতাংশ
৯. ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ (INDEXAGRO) – ৪ দশমিক ৩৩ শতাংশ
১০. হাক্কানি পাল্প অ্যান্ড পেপার (HAKKANIPUL) – ৪ দশমিক ৩১ শতাংশ