NEWSTV24
চিকিৎসায় অবহেলা, ডেলটা হাসপাতালকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ১৪:৪৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

চিকিৎসায় অবহেলার অভিযোগে রাজধানীর মিরপুরের ডেলটা হাসপাতাল লিমিটেডকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রবিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রিট পিটিশনের শুনানি শেষে বিবাদিদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন পিটিশনারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না মর্মে রুল নিশি জারি করেন।এর আগে গত ০৩/০৪/২০২৫ তারিখে ভর্তি হয়ে চিকিৎসা অবহেলার শিকার পাঁচ দিন বয়সী শিশু ফাতিহ বিন নূরের হাত ভেঙে যাওয়ার ঘটনায় স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তররের মহাপরিচালকসহ অন্যান্য সরকারি দপ্তরের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করে এবং ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি রিট পিটিশন দায়ের করা হয়। এ রিটের শুনানি শেষে আদালত রুলটি জারি করেন।রুল বিচারাধীন থাকাকালে আগামী ৩ মাসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলেরও আদেশ দেন আদালত।ভুক্তভোগীর প্রার্থীর পক্ষে রিট পিটিশনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব মাহফুজুর রহমান এবং আদালতে শুনানি করেন ব্যারিস্টার মো. শফিকুল ইসলাম (সোহেল)।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান, সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন মো. হানিফ প্রমুখ।