NEWSTV24
নতুন ভোটার প্রায় ৪৬ লাখ, বেড়েছে নারী
সোমবার, ১১ আগস্ট ২০২৫ ১৪:৩৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়াল ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। গতকাল রবিবার ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সারাদেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে গতকাল রবিবার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪।খসড়া ভোটার তালিকা পর্যালোচনায় দেখা গেছে, এবারের হালনাগাদে নারী ভোটার বেড়েছে বেশি। তবে মোট ভোটারে এখনও নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। ইসির তথ্য অনুযায়ী, হালনাগাদ কার্যক্রম ২০২৫- এ অন্তর্ভুক্ত ভোটারের সংখ্যা পুরুষ ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন। আর নারী ২৭ লাখ ৭৬২ জন যুক্ত হয়েছেন। নতুন হিজড়া ভোটার ২৫১ জন। মোট ভোটার বেড়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। তালিকায় কর্তনকৃত ভোটার সংখ্যা পুরুষ ১২ লাখ ২৪ হাজার ৯০২ জন। আর নারী ৯ লাখ ৭ হাজার ৬৬৭ জন। হিজড়া ভোটার বাদ পড়েছে ২১। সব মিলিয়ে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন ভোটার বাদ গেছেন। আর হালনাগাদের পর ৩০ জুন পর্যন্ত ভোটার সংখ্যা পুরুষ ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ জন। আর নারী ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ ও হিজড়া ১ হাজার ২২৪ জন। মোট ভোটার ১২ কোটি ৬১

লাখ ৭০ হাজার ৯০০ জন। ইসির তথ্যানুযায়ী, চলতি বছরে ভোটার অন্তর্ভুক্তির হার ৩ দশমিক ৬৯ শতাংশ এবং ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৯৭ শতাংশ।ইসি সচিব আখতার আহমেদ বলেন, এ বছর মূলত তিনটি তালিকা হচ্ছে। একটি ২ মার্চ চূড়ান্ত করা হয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত আরেকটি হবে এবং ৩১ অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে নতুন ভোটারদের তালিকা চূড়ান্ত হবে। কাজেই আমরা তিনটি ভোটার তালিকা এ বছর পাচ্ছি। যারা যুব এবং ভোট দিতে উৎসাহী এক বছর অপেক্ষা না করে, তারা যেন ভোট দিতে পারেন, তাদের অন্তর্ভুক্তি করার জন্য এই তালিকা হচ্ছে। তিনি বলেন, চলতি বছরের ২ মার্চ ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর পর বাদ পড়া ভোটারদের তালিকাভুিক্তর জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। এ সময়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। সব মিলিয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সম্পূরক তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার হয়েছেন ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

ইসি সচিব জানান, সম্পূরক খসড়া আজ (রবিবার) ইসির অফিসগুলোতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে তাদের যদি কোনো সংশোধনী থাকে, সেক্ষেত্রে সংশোধনীগুলো আমাদের জানাবে এবং সে অনুযায়ী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের অন্তর্ভুক্ত করে আরেকটি তালিকা প্রকাশ হবে।ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, সারাদেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব-স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কারও ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন। এ ছাড়া যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন।