NEWSTV24
জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা
সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ১৬:২৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় সেটি জাতির সামনে উপস্থাপন করা হবে।প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজেই এই ঘোষণাপত্র পাঠ করবেন। আজ রবিবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।তথ্য অধিদপ্তর থেকে জানানো হয়, জুলাই ঘোষণাপত্রে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, প্রশাসনিক কাঠামোতে সম্ভাব্য পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কারসহ গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরা হবে।অন্তর্বর্তী সরকারের অবস্থান, দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কারভাবে থাকবে ঘোষণাপত্রে। এটি হবে সরকারের একটি নীতিগত রূপরেখা, যা সামনের দিনগুলোর জন্য দেশের রাজনৈতিক ও সামাজিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।