NEWSTV24
বন্যায় বিপর্যস্ত টেক্সাস: মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ ২৫ শিশু
শনিবার, ০৫ জুলাই ২০২৫ ১৮:২৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছে একটি সামার ক্যাম্পের ২৩ থেকে ২৫ জন কিশোরী। শুক্রবার রাতে কাউন্টি শেরিফ ল্যারি এল. লেইথা এই তথ্য নিশ্চিত করেন।গুয়াডালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যাওয়ায় এ ভয়াবহ বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের কারণে নদীর পাশবর্তী এলাকা প্লাবিত হয়ে পড়ে। পানির তোড়ে ক্যাম্প মিস্টিক নামে একটি বেসরকারি সামার ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়, যেখানে প্রায় সাতশ মেয়ে ছিল।নিখোঁজদের খুঁজে পেতে চলছে বিশাল উদ্ধার অভিযান। মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার, সামরিক বাহন ও হাই-প্রোফাইল ট্যাকটিক্যাল ইউনিট । এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বন্যাকে ব্যতিক্রমী বিপর্যয় হিসেবে অভিহিত করে রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। তিনি বলেন, রাতের অন্ধকারেও তল্লাশি চলবে। যতক্ষণ পর্যন্ত সম্ভব, ততক্ষণ চলবে উদ্ধার তৎপরতা।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, সেখানে বিদ্যুৎ নেই, ওয়াই-ফাই নেই। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে। তবে এখনো নিখোঁজ মানেই তারা হারিয়ে গেছে এমন নয়। তারা হয়তো শুধু যোগাযোগের বাইরে আছেন।এদিকে, আবহাওয়া বিভাগ জানিয়েছে, টেক্সাসের পশ্চিম-মধ্যাঞ্চলে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা নতুন করে বন্যার আশঙ্কা তৈরি করছে। নদীর তীরবর্তী এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।বন্যার কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে টেক্সাসে আয়োজিত সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।