NEWSTV24
দেশজুড়ে বাড়ছে বৃষ্টিপাত, কমবে তাপমাত্রা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ ১৬:০৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে এবং সেই সঙ্গে কিছুটা কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।বুধবার (৩ জুলাই) রাতে প্রকাশিত নিয়মিত আবহাওয়া বুলেটিনে জানানো হয়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বা অতিভারী বর্ষণও হতে পারে।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। একই রকম আবহাওয়া শনিবার (৫ জুলাই) পর্যন্ত বজায় থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।বিশেষ করে কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে অতিভারী বৃষ্টির আশঙ্কাও করা হয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অধিদফতর।