ছোট পর্দার পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’র নির্বাচনে সভাপতি পদে সালাহউদ্দিন লাভলুকে হারিয়ে বিজয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম। বিজয়ী প্রার্থী সেলিম পেয়েছেন ২৭১ ভোট। আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই সংগঠনের দায়িত্ব পালন করবেন তিনি। শনিবার রাত সাড়ে ৮টার পরে ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০২৫-২৭ মেয়াদের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অভিনেতা নরেশ ভূঁইয়া। নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ফরিদুল হাসান। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক, ফিরোজ খান ও সকাল আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন তুহিন হোসেন ও দীন মোহাম্মদ। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন, অর্থ সম্পাদক আবু রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল, প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক পদে গাজী আপেল মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সঞ্জয় বড়ুয়া, আইন ও কল্যাণ বিষয়ক পদে প্রীতি দত্ত এবং দপ্তর সম্পাদক পদে জয়ী হয়েছেন সাঈদ রহমান। নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন- সাগর জাহান, চয়নিকা চৌধুরী, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ, গীতালি হাসান, লিটু করিম, শিহাব শাহীন ও হাসান রেজাউল।