NEWSTV24
ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করলো স্পেন
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ২৩:২৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সই করা অস্ত্র চুক্তি বাতিল করে দিয়েছে স্পেন সরকার। এই চুক্তির আওতায় ইসরায়েলি কোম্পানির কাছ থেকে স্পেনের সিভিল গার্ড পুলিশের জন্য গুলি কিনতে চেয়েছিল মাদ্রিদ।  ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এই চুক্তি বাতিলের কথা ঘোষণা করে। 

তারা এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে স্পেন সরকার ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছে। যদিও এটা গোলাবারুদ কেনার চুক্তি তারপরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি বাতিলের জন্য প্রশাসনিক পদক্ষেপ নেয়া শুরু করেছে। খবর: রয়টার্সের।