NEWSTV24
ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক, উত্তপ্ত ক্যাম্পাস
মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪ ১৫:৫১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে তমাল নামে এক শিক্ষার্থীর পায়ে গুলি করেছেন এক শিক্ষক। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।শিক্ষার্থীদের অভিযোগ, মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরিফ ভাইভা চলাকালীন কোনো কারণ ছাড়াই তমালের ডান পায়ে গুলি করেন। পরে তমালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।সোমবার বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। তমাল বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিন শাহরিয়ার জানান, ভাইভা চলাকালীন ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষক রায়হান শরিফ তমালের ডান পায়ে গুলি করেন। এতে সে আহত হয়। ওই শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ করছেন ছাত্রছাত্রীরা।শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষককে আটক করা হয়েছে। পিস্তলটি জব্দ করা হয়েছে।