NEWSTV24
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
রবিবার, ১৩ আগস্ট ২০২৩ ১৭:৪১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কাশীপুর ইউনিয়নের হোসাইনীনগর এলাকার লক্ষ্মী নিবাস নামের আবাসিক ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।দগ্ধদের মধ্যে চারজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।দগ্ধরা হলেন- হোসাইনীনগর এলাকার হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, ওই কারখানার শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বীথি আক্তার, তাদের এক শিশু ও ফল ব্যবসায়ী আবু কালাম। অন্যজনের পরিচয় জানা যায়নি।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহম্মদ বলেন, ফ্ল্যাটের ভেতরে জমা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ফ্ল্যাটের ভেতর গ্যাস সিলিন্ডার ও তিতাস গ্যাসের লাইন রয়েছে৷ কোন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।এদিকে বিস্ফোরণে ফ্ল্যাটের দুই পাশের দেয়াল ভেঙে গেছে। ভবনের পশ্চিম পাশের দেয়ালটি ভেঙে পাশের একটি টিনসেড ঘরের ওপর গিয়ে পড়ে। ওই ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের ফ্ল্যাটেরও দরজা, দেয়াল ভেঙে গেছে।