NEWSTV24
মেসির জোড়া গোলে মায়ামির বড় জয়
বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১৬:১১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

লিওনেল মেসিকে পেয়ে দারুণ উজ্জীবিত ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটি টানা ১১ ম্যাচ হারের পর আর্জেন্টাইন অধিনায়কের পরশে পুরোই বদলে গেল। এবার মায়ামি পেল টানা দুই জয়। নিজেদের শেষ ম্যাচে তো মেসির জোড়া গোলে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয় পেয়েছে মায়ামি।এদিন প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে মাঠে নামে মেসি। যেখানে ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগ কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল জেরার্দো মার্টিনোর শিষ্যরা। মেসি ছাড়াও ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ট টেইলর।ম্যাচের অষ্টম মিনিটে সার্হিও বুসকেতসে দারুণ ক্রসিংয়ে বাড়ানো বলে প্রতি আক্রমণে ওঠেন মেসি। এরপর গোলরক্ষককে ফাঁকি দিয়ে তিনি গোলবারে বল পাঠান। কিন্তু বারে লেগে সেটি ফিরে আসলে প্রতিপক্ষের দুই ফুটবলারের মাঝে ঢুকে দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়িয়ে দেন এই মায়ামি অধিনায়ক। এ নিয়ে মেসি শততম ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করলেন।এরপর ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। টেইলর বক্সে কয়েকজন আটলান্টা ফুটবলারের মাঝে ফাঁকা জায়গা খুঁজে নিয়ে বল বাড়ান মেসিকে। ওয়ান টাচেই সেটিকে তিনি গোলে পরিণত করেছেন।

বিরতির আগেই মায়ামি তৃতীয় গোল পেয়ে যায়। এবার আগের গোলের সহায়তাকারী টেইলর নাম তুললেন স্কোরশিটে। ৪৪তম মিনিটে সতীর্থের বাড়ানো পাসে তিনি কোনাকুনি জোরালে শট আটলান্টার জাল কাঁপিয়ে দেন। ৩-০ ব্যবধান নিয়ে দুদল বিরতিতে যায়।দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে মেসি মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়ে এসে বক্সে ঢোকার আগে তিনি পাস দেন টেইলরকে। ৫৩ মিনিটে ফিনিশীয় ফুটবলার বাঁ পায়ের শটে ৪-০ করেন।খেলার ৭৮তম মিনিটে মেসিকে উঠিয়ে নেন কোচ মার্টিনো। এ সময় দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায় সমর্থকরা।এদিকে টানা দ্বিতীয় জয়ে মায়ামি নকআউট রাউন্ড-১৬ এ ওঠে গেল। যদিও সেখানে এখনও তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়নি। আগামী আগস্টের প্রথম সপ্তাহে নকআউট পর্ব শুরু হবে।