NEWSTV24
ভারতের কেরালায় নৌকাডুবে ১৮ জনের মৃত্যু
সোমবার, ০৮ মে ২০২৩ ১৪:৫৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ভারতের কেরালায় মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে পর্যটকবাহী নৌকাডুবে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু। রোববার সন্ধ্যায় নৌকাডুবির ঘটনা ঘটে।  কেরালার পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস জানান, কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। হতাহতরা স্কুল ছুটির মধ্যে ঘুরতে এসেছিলেন।তিনি আরও জানান, নৌকাটিতে ৩০ জন যাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, নৌকার নিচে আরও অনেকে আটকা পড়েছেন। তাদের বের করে আনতে হবে। নৌকাটি উল্টে গেছে। এর কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করবে।এদিকে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী পিনারাইও শোক প্রকাশ করেছেন। তিনি মালাপ্পুরম জেলা কালেক্টরকে একটি সমন্বিত জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।ফায়ার সার্ভিস ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিম ও পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস উদ্ধার অভিযানের সমন্বয় করবেন বলেও জানানো হয়েছে।