NEWSTV24
২০২৪-এর ভোটে জিততে প্রচার শুরু ট্রাম্পের
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ২৩:৫২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সাউথ ক্যারোলিনায় ট্রাম্প বলেন, আমি এখন আরও বেশি রাগী আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ আমাদের বিরাট বিরাট সভা করার পরিকল্পনা তৈরি। এমন সভা যা জীবনে কেউ দেখেনি। ২০২৪-এ আমেরিকার প্রেসিডেন্ট পদের দৌড়ে নেমে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিউ হ্যাম্পশিয়র এবং সাউথ ক্যারোলিনায় প্রচার সারেন তিনি। সেখানে ট্রাম্প বলেন, তিনি এখন আগের চেয়েও বেশি রাগী, আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকায় কি অব কি বার ট্রাম্প সরকার’? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা, কিন্তু প্রেসিডেন্ট ভোটে লড়তে লড়াই শুরু করে দিলেন ডোনাল্ড। কলম্বিয়াতে শনিবার সন্ধ্যায় সাউথ ক্যারোলিনার নেতৃত্বদানকারী দলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, একসঙ্গে আমরা আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করে তোলার অসমাপ্ত কাজে নামব এবং তা সফল ভাবে শেষ করব।

কিন্তু কঠিনতম লড়াই জেতার ব্যাপারে ট্রাম্প কি আদৌ সিরিয়াস’? এই প্রশ্নও কিন্তু পাশাপাশি উঠতে শুরু করে দিয়েছে। শনিবাসরীয় প্রচারে তারও জবাব দিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট। সাউথ ক্যারোনিয়ায় ট্রাম্প বলেন, আমি এখন আরও বেশি রাগী। আমি এখন আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ। তার পরেই সমালোচকদের জবাব দিয়ে ধনকুবের বলেন, আমাদের বিরাট বিরাট সভা করার পরিকল্পনা তৈরি আছে। এমন সভা, যা জীবনে কেউ দেখেনি। ট্রাম্প তেড়েফুঁড়ে প্রচারে নেমে পড়লেও ২০২৪-এর প্রেসিডেন্ট পদের নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী আর কারা হতে পারেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ফ্লোরিডার গভর্নর রোন ডি’স্যান্টিস, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সাউথ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর নিকি হ্যালেরা দৌড়ে আছেন বলে খবর। ঘটনাচক্রে, ট্রাম্পের সময় আমেরিকার তরফে রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধি ছিলেন নিকি। আগামী মাসের শুরু থেকেই তাঁরাও নিজেদের মতো করে প্রচারে ঝড় তোলার জন্য নেমে পড়বেন।