NEWSTV24
আগস্ট-সেপ্টেম্বরে মূল্যস্ম্ফীতি বেড়ে ৯ শতাংশের বেশি
বুধবার, ১২ অক্টোবর ২০২২ ১৫:৩১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

গত আগস্ট-সেপ্টেম্বরে পণ্য ও সেবার মূল্যবৃদ্ধির হার বা মূল্যস্ম্ফীতি ৯ শতাংশের ঘর ছাড়িয়ে গেছে। আগস্টে পয়েন্ট টু পয়েন্টভিত্তিক মূল্যস্ম্ফীতি ছিল ৯ দশমিক ৫১ শতাংশ। সেপ্টেম্বরে কিছুটা কমে ৯ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী। গতকাল মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ম্ফীতি হচ্ছে, আগের বছরের নির্দিষ্ট কোনো মাসের ভোক্তা মূল্যসূচকের তুলনায় পরের বছর একই মাসে ওই সূচক যতটুকু বাড়ে, তার শতকরা হার। বিবিএসের পরিসংখ্যান বিশ্নেষণে দেখা যায়, আগস্টে মূল্যস্ম্ফীতি ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১১ সালের মে মাসে সর্বোচ্চ ১০ দশমিক ২০ শতাংশ মূল্যস্ম্ফীতির রেকর্ড ছিল।

মূল্যস্ম্ফীতি বৃদ্ধির কারণ সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ম্ফীতি আমাদের নিয়ন্ত্রণে নেই। বেশি দামে আমদানি করতে হয় বলে বেশি দামে বিক্রি করতে হয়। এ ছাড়া পরিবহন ব্যয়ও বেড়েছে। এর বাইরে কারসাজির মাধ্যমে কেউ মূল্য বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বিশ্বে বড় অর্থনীতির দেশেও মূল্যস্ম্ফীতি বাড়ছে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ম্ফীতি ১০ শতাংশ। আগামী বছর ১৩ শতাংশ হতে পারে বলেও আগাম ধারণা দেওয়া হয়েছে। সে তুলনায় বাংলাদেশের মূল্যস্ম্ফীতি খুব বেশি খারাপ নয়।