NEWSTV24
জোয়ারে ভাসছে সমুদ্র উপকূল
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্বাভাবিকের চেয়ে তিন ফুট উচ্চতার জোয়ারে অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের তলিয়ে গেছে। বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনায় পানি উঠেছে। পটুয়াখালীর দশমিনায় পানি প্রবেশ করায় অর্ধশতাধিক স্কুলে ক্লাস বন্ধ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ার সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে সারাদেশের যোগাযোগ।এদিকে নিম্নচাপের প্রভাবে রাজধানীতে গত রোববার রাত থেকেই বৃষ্টি ঝরছে। আজ মঙ্গলবার থেকে ঢাকায় বৃষ্টি কমলেও দক্ষিণাঞ্চলসহ সারাদেশে হতে পারে আরও দুদিন। দেশের ১৫টি জেলায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের পূর্বাভাস অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সমুদ্রবন্দরগুলোতে গতকালও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

জোয়ারের কারণে খুলনার নদীগুলোতে পানির উচ্চতা বেড়েছে। স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ফুট উঁচু জোয়ারে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকা প্লাবিত হয়েছে। শিবসা নদীর পানি উপচে প্লাবিত হয় পাইকগাছা উপজেলা সদর। গতকাল দুপুরে জোয়ারের পানিতে তলিয়ে যায় নগরীর শিপইয়ার্ড সড়ক ও আশপাশের এলাকা। বাড়ির আঙিনায় পানি উঠে যায় নগরীর টুটপাড়া, চাঁনমারী ও শিপইয়ার্ড এলাকায়।সম্প্রতি উপকূলীয় এলাকায় নতুন দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে অস্বাভাবিক জোয়ার। শুধু ঘূর্ণিঝড়ের সময়ই নয়, অমাবস্যা-পূর্ণিমা কিংবা বঙ্গোপসাগরে লঘুচাপ-নিম্নচাপ হলে অস্বাভাবিক জোয়ারে নিচু এলাকাগুলোতে পানি উঠছে। পানি উন্নয়ন বোর্ড, খুলনা-২-এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, তিন-চার বছরের ব্যবধানে জোয়ারের উচ্চতা এক-দেড় ফুট বেড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বঙ্গোপসাগর থেকে নদীগুলোতে বেড়েছে পানির চাপ। এ ছাড়া পলি পড়ে ভরাট হওয়ায় নদীতে পানি ধারণক্ষমতা কমেছে। তিনি জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে গত ১২ থেকে ১৪ আগস্ট নদীতে অধিক উচ্চতার জোয়ার ছিল। ওই তিন দিন স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট উঁচু জোয়ার ছিল। এখন আবার নিম্নচাপের কারণে জোয়ারের উচ্চতা বেড়েছে।