NEWSTV24
আ.লীগ-জাপার সঙ্গে আজ বসবে ইসি
রবিবার, ৩১ জুলাই ২০২২ ১৪:৪৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আজ রবিবার সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপ শুরু হবে বেলা ১১টায়। একই দিন বিকাল ৩টায় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গেও সংলাপে বসবে ইসি। এদিকে সংলাপ সামনে রেখে গতকাল শনিবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন দলের নেতারা। বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবু-বউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত এক নেতা  জানান, ইসির সঙ্গে সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে ইভিএম ব্যবহারের প্রস্তাব দেওয়া হবে। জাতীয় পার্টি জানিয়েছে, সংলাপে তারা ইভিএমের বিপক্ষে অবস্থান নেবে। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে প্রতিনিধি দলে অংশ নেবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম, মীর আবদুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া ও যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।