NEWSTV24
একযোগে সব সোশ্যাল মিডিয়ার শেয়ারে ধস
রবিবার, ২৪ জুলাই ২০২২ ১৬:২৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

প্রায় সব সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানের ব্যাপক শেয়ারপতন ঘটেছে। পিন্টারেস্ট ইনকরপোরেশনের ১১ দশমিক ৩ শতাংশ, ফেসবুক মালিকানাধীন মেটা প্ল্যাটফর্মের ৫ দশমিক ৬ শতাংশ, গুগল নিয়ন্ত্রণাধীন অ্যালফাবেটের ৩ দশমিক ৩ শতাংশ শেয়ার দর হ্রাস পেয়েছে।টুইটার ও স্ন্যাপচাট জানিয়েছে, অর্থনৈতিক মন্দার শঙ্কায় বিজ্ঞাপনদাতারা ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দেয়া কমিয়ে দিয়েছেন। ফলে প্রায় প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমের শেয়ার মূল্য কমেছে। নিজেদের শেয়ারের দরপতনের নেপথ্যে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্কের সঙ্গে আইনি লড়াইকে দায়ী করছে টুইটার। মাইক্রোব্লগিং সাইটটির শেয়ার পড়েছে শূন্য দশমিক ১ শতাংশ।

স্ন্যাপ জানিয়েছে, দেশে দেশে মূল্যস্ফীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। তা নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। এ পরিস্থিতিতে ব্যয় সংকোচন করেছেন বিজ্ঞাপনদাতারা। অনেক প্রতিষ্ঠান শ্রমিক সংকটে ভুগছে। এছাড়া সরবরাহ শৃঙ্খল বাধাগ্রস্ত হচ্ছে। সবমিলিয়ে স্ন্যাপের শেয়ার কমেছে ৩৬ দশমিক ৪ শতাংশ।পিন্টারেস্ট, মেটা, টুইটার, অ্যালফাবেট ও স্ন্যাপ একসঙ্গে বাজার মূল্য হারিয়েছে ৪২ বিলিয়ন ডলার। আগামী সপ্তাহে দ্বিতীয় প্রান্তিক রিপোর্ট প্রকাশ করবে মেটা ও অ্যালফাবেট। এখন সবার নজর সেদিকে। অনেকে বলছেন, সেই প্রতিবেদনেই শেয়ার মূল্য প্রতিফলিত হবে। আরবিসি ক্যাপিটাল মার্কেট এক নোটে জানিয়েছে, আমরা মনে করি বিজ্ঞাপনদাতারা অদূর ভবিষ্যতে আরও খরচ কমাবে। ফলে সোশ্যাল মিডিয়ার শেয়ারবাজারে মন্দাই থাকবে।