NEWSTV24
চার দাবিতে অনড় শিক্ষার্থীরা
রবিবার, ২৪ জুলাই ২০২২ ১৫:১১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হলেও এখনই আন্দোলন থেকে সরছেন না শিক্ষার্থীরা। চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।আসামিদের গ্রেপ্তারের পর এখন আন্দোলন চলবে কিনা- এমন প্রশ্নের জবাবে শনিবার পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশরাফী নিতু বলেন, পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ জন্য আমরা আনন্দিত। তবে আসামিদের সবাইকে গ্রেপ্তার করা হয়নি। আবার যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের শাস্তি এখনও সুনিশ্চিত নয়। আমাদের চার দফা দাবিও কিন্তু পূরণ হয়নি। তাই আমরা আন্দোলন জারি রাখব।তিনি আরও বলেন, আমাদের চার দাবি হলো- প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করা, যৌন নিপীড়নবিরোধী সেলের আগের অভিযোগগুলোর বিচার, সেলের গঠনতন্ত্রে বিচারের সর্বোচ্চ সময়সীমা এক মাস বেঁধে দেওয়া, ছাত্রী হল এবং মেডিকেল সেন্টারে সময়সীমার নির্দেশনা তুলে নেওয়া। আমরা এখনও এসব দাবিতে অটল আছি। এই ঘটনায় পাঁচ মূল আসামির কোনো প্রমাণ বা ভুক্তভোগীর কোনো বয়ান আমাদের সামনে এখনও আসেনি। আমাদের আশঙ্কা, এখনও দূর হয়নি।

এদিকে চার দফা দাবিতে গতকাল চতুর্থ দিনেও চলছে প্রতিবাদ। রাতে চবি রেলস্টেশনে প্রতিবাদী গানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন বারোমাসি। এ সময় কুপি জ্বালিয়ে প্রশাসনকে বেঁধে দেওয়া চার দিনের কথা স্মরণ করিয়ে দেন তাঁরা। তাঁদের প্ল্যাকার্ডে লেখা ছিল আর মাত্র ৩ দিন বাকি কিন্তু। প্রশাসনকে দেওয়া আলটিমেটামের সময় শেষ হবে আগামী মঙ্গলবার। সমবেত শিক্ষার্থীরা প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজন শুরু করেন। এরপর পরিবেশন করা হয় প্রতিবাদী গান।গত ১৭ জুলাই ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেন এলাকায় পাঁচ তরুণের হাতে এক ছাত্রী যৌন নিপীড়ন ও মারধরের শিকার হন। ওই ছাত্রীকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণের ঘটনাও ঘটে। মারধর করা হয় তাঁর সঙ্গে থাকা বন্ধুকে। এ নিয়ে আন্দোলনে উত্তাল এখন চবি ক্যাম্পাস।