রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১মবর্ষ স্নাতক বা স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২৫, ২৬ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৫৯ টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পাবে (বিশেষ কোটা বাদে) ৪০২০ জন। এর বাইরে বিশেষ কোটায় ভর্তি হওয়ার সুযোগ পাবে ৬২১ জন।ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে।জানা যায়, এ ইউনিটে (মানবিক) ১ টি ইনস্টিটিউটসহ ৪টি অনুষদের ২৮ টি বিভাগ ও ১ টি ইনস্টিটিউটে মোট আসন সংখ্যা ১৯০২ টি। বি ইউনিটে (বাণিজ্য) ১ টি ইনস্টিটিউটসহ ১ টি অনুষদের ৭ টি বিভাগ ও ১ টি ইনস্টিটিউটে মোট আসন সংখ্যা ৫৬০ টি এবং সি ইউনিটে (বিজ্ঞান) ৭ টি অনুষদের ২৬ টি বিভাগে মোট আসন সংখ্যা ১৫৫৮ টি।সর্বমোট ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে আসন সংখ্যা (বিশেষ কোটা বাদে) ৪০২০টি।
বিশেষ কোটার ৬২১ টি আসন সংখ্যার মধ্যে পোষ্য কোটা (বিভাগের আসন সংখ্যার ৫%) ২১৬টি, মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা বা নাতি-নাতনি কোটা (বিভাগের আসন সংখ্যার ৫%) ২১৬ টি, শারীরিক প্রতিবন্ধী কোটা (নির্ধারিত) ১২২টি, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা (নির্ধারিত) ৬১ টি এবং বিকেএসপি কোটা (নির্ধারিত) ৬টি।২০২১-২২ শিক্ষাবর্ষে ইউনিটে (মানবিক) চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা ৬৭২৩৭ জন,বি ইউনিটে (বাণিজ্য) ৩৮৬২১ জন এবং সি ইউনিটে (বিজ্ঞান) ৭২৪১০ জন। ৩ টি ইউনিটে সর্বমোট আবেদনকারীর সংখ্যা ১৭৮২৬৮ জন।এ বছর শুধু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণমান ১০০, সময় থাকবে ১ ঘণ্টা এবং পাশ নম্বর থাকবে ৪০।