NEWSTV24
এবারের ঈদযাত্রা স্বস্তির হলো না
শুক্রবার, ০৮ জুলাই ২০২২ ১৫:২১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

গেল ঈদযাত্রার স্বস্তির কৃতিত্ব নিয়ে কর্তৃপক্ষের দাবি ছিল, কোরবানির ঈদে ঘরে ফেরা আরও সহজ হবে; তবে তা হলো না। বৃষ্টিতে সড়কে খানাখন্দ, দক্ষিণবঙ্গের যাত্রীদের পদ্মা সেতুতে যেতে বিকল্প পথ না থাকা, ঢাকামুখী পশুবাহী গাড়ি এবং স্বল্প ছুটির কারণে শেষ কর্মদিবসের পর যাত্রীর ঢলে ভোগান্তির যতটা শঙ্কা ছিল, গতকাল বৃহস্পতিবার তার চেয়ে বেশি দুর্ভোগ হয়েছে।

গত ঈদে যাত্রী সংকটে ভোগা বাসে বাড়তি ভাড়া আদায় তেমন না থাকলেও এবার দ্বিগুণ ভাড়ার অভিযোগ মিলেছে। পদ্মা সেতুমুখী যাত্রীদের ঢাকা ছাড়তে পড়তে হয়েছে কয়েক ঘণ্টা যানজটে। হানিফ ফ্লাইওভার ও নিচের রাস্তা যানজটে নিশ্চল গতকাল সন্ধ্যার পর। গুলিস্তান থেকে সায়েদাবাদ যেতে লেগেছে দুই-তিন ঘণ্টা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চৌরাস্তা অংশের ১২ কিলোমিটারে পাঁচ ঘণ্টা লেগেছে। ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের গাজীপুর, টাঙ্গাইল অংশে গতকাল রাত ১২টাতেও তীব্র যানজট ছিল। বাস না পেয়ে লাখো যাত্রী ট্রাকে, ঢাকা থেকে ফেরা কোরবানির পশুর গাড়িতে চেপে গ্রামের দিকে যাত্রা করেন।

ট্রেনে ভিড়ের ভোগান্তি :আগের দুই দিন দাঁড়ানো যাত্রী কম থাকলেও গতকাল তিল ধারণের ঠাঁই ছিল না ট্রেনে। উত্তরবঙ্গমুখী ট্রেনে আসনের তিন-চার গুণ যাত্রী ছিল দাঁড়িয়ে। ছাদে ওঠা বারণ হলেও শত শত যাত্রী কমলাপুর থেকেই ছাদে উঠেছেন। রাত সাড়ে ৯টার দিকে কমলাপুরের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঢাকা-দিনাজপুর-পঞ্চগড় রুটে দ্রুতযান এক্সপ্রেসের অপেক্ষায় ছিলেন হাজারো যাত্রী। ট্রেনটি আসার পর যে যেভাবে পেরেছেন উঠেছেন। লালমনিরহাটগামী লালমনি এবং মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসেও ছিল একই ছবি। এসি কামরাতেও শত শত যাত্রী দাঁড়িয়ে উঠেছেন। হাওর ট্রেনে যাত্রী হাঁটার করিডোর, দরজা সর্বত্র ছিল যাত্রীতে ঠাসা। হাওরের মতো অন্য ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের থেকে জনপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা তোলেন রেলের কর্মীরা।

গতকাল উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেন দেরিতে ছেড়েছে। ঘণ্টা তিনেক দেরিতে ছাড়ে চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস। জয়দেবপুর থেকে সন্ধ্যা সোয়া ৭টায় যাত্রা করার কথা ছিল পঞ্চগড় ঈদ স্পেশালের। বিকেল ৫টার সময়ও ট্রেনটি ঈশ্বরদী থেকে জয়দেবপুরের উদ্দেশে যাত্রা করেনি। রাত ১২টাতেও ট্রেনটি জয়দেবপুরে আসেনি।