NEWSTV24
পশুহাট জমলেও দাম নিয়ে হতাশ বিক্রেতারা
রবিবার, ০৩ জুলাই ২০২২ ১৬:০৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

কোরবানির ঈদকে সামনে রেখে পাবনায় জমে উঠেছে পশুহাট। পশুর পাশাপাশি প্রতিদিন ভিড় বাড়ছে দর্শনার্থী ও ক্রেতাদের। তবে তুলনামূলক কম বিক্রি হচ্ছে পশু। খাদ্যের দাম অনুপাতে গরুর দাম না বাড়ায় হতাশ বিক্রেতারা।বিক্রেতারা বলছেন, দেশী খাবার খাইয়ে এসব পশু মোটাতাজাকরণ হয়েছে। তবে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ার গত বছরের চেয়ে এবার তাদের ৩০-৩৫ শতাংশ খরচ বেশি হয়েছে। সে অনুপাতে কোরবানির পশুর দাম কম। ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তবে বেচাকেনা বেশ ভালো হচ্ছে বলে জানিয়েছেন হাট ইজারাদাররা।প্রাণিসম্পদ বিভাগ বলছে, পাবনায় এবার এক লাখ ৭৭ হাজার গরু-মহিষ এবং চার লাখের বেশি ছাগল-ভেড়া বিক্রি হতে পারে। এসব পশুর বাজারমূল্য ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

শনিবার (২ জুলাই) উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম হাট বনগ্রাম পশুহাটে গিয়ে দেখা গেছে ক্রেতা- বিক্রেতাদের ব্যাপক ভিড়। করোনা সংক্রমণের ভয় কাটিয়ে কেনা-বেচায় মত্ত সবাই। দূরের ব্যাপারীদেরও এসব হাটে পশু কিনতে দেখা গেছে। আবার ঢাকায়ও গরু নিতে শুরু করেছেন ব্যাপারীরা।কয়েকজন খামারির সঙ্গে কথা বলে জানা গেছে, কোরবানির পশুর দাম গত বছরের চেয়ে ১৫- ২০ শতাংশ কম। এদিকে গো-খাদ্যের দাম বেড়ে দ্বিগুণ হওয়ায় খামারিদের লাভের মুখ দেখা কঠিন হয়ে গেছে।