NEWSTV24
আলো জ্বলল পদ্মা সেতুতে
রবিবার, ০৫ জুন ২০২২ ১৬:২৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

স্বপ্নের পদ্মা সেতুতে প্রথমবারের মতো জ্বলল ল্যাম্পপোস্টের বাতি।  শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে ১২ নম্বর স্প্যান থেকে পরীক্ষামূলকভাবে ল্যাম্পপোস্টের বাতি জ্বালানো শুরু হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করা হয়েছে। ১২ থেকে শুরু করে ১৯ নম্বর স্প্যান পর্যন্ত একে একে ২৪টি বাতি জ্বালানোর পরিকল্পনা আছে। তবে সব ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করতে ৫ থেকে ৬ দিন সময় লাগবে।২০২১ সালের ২৫ নভেম্বর মাওয়া প্রান্তে সেতুর উড়ালপথে (ভায়াডাক্টে) প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। যদিও মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয় গত ১৮ এপ্রিল।

পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি সাড়ে ৯৪ ভাগ। আর মূল সেতুর অগ্রগতি ৯৯ ভাগ। মূল সেতুর বাকি থাকা একভাগ কাজের মধ্যে ক্যাবল লেইন, রোড মের্কিং, হ্যান্ড রেলিং, মুভমেন্ট জয়েন্ট প্যারাপেট, সাব স্টেশনের কাজ চলছে।এছাড়া গ্যাস পাইপ লাইন ৯৯ দশমিক ২৫ ভাগ ও ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইনের ৯৯ ভাগ অগ্রগতি হয়েছে। সেতু কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলা পল্লী সমিতি।আগামী ২৫ জুন উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতুর সড়ক পথ। উদ্বোধনকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সরকারের মূল আয়োজন থাকবে পদ্মার দুই পাড়ে। আর আওয়ামী লীগ এবার তাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পদ্মা সেতু যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী এবং পদ্মা সেতুর উদ্বোধন যুগপৎভাবে পালন করবে দলটি।দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলাকে সারাদেশের সঙ্গে সরাসরি যুক্ত করবে পদ্মা সেতু। এ সেতুর মাধ্যমে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানী এবং বন্দরনগরী চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।