NEWSTV24
‘ন্যায়বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার’
রবিবার, ০৬ মার্চ ২০২২ ০৪:০৯ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিচারিক আদালত সংশ্নিষ্ট সবাইকে আইন ও নিয়ম মেনে আন্তরিকতার সঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম। তিনি বলেন, প্রধান বিচারপতির দেওয়া নির্দেশনা সমন্বয় করে বিচারকার্য পরিচালনা করলে মামলার জট ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমে আসবে। দ্রুততম সময়ের মধ্যে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার।শনিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের কনফারেন্স রুমে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে জ্যেষ্ঠ দায়রা জজ ইমরুল কায়েশ বলেন, মানি লান্ডারিং আইন, দুদক আইন ও মাদক আইনের মামলার ক্ষেত্রে প্রয়োজনে তদন্তকারী সংস্থাগুলোতে সমন্বয় করে তদন্ত করতে হবে।সভাপতির বক্তব্যে মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী বলেন, তদন্ত প্রতিবেদন মামলার ভিত্তি রচনা করে দেয়।

তদন্তের ক্ষেত্রে যে ধরনের অনিয়ম হয়ে থাকে, সেগুলোর বিষয়ে সতর্ক করেন এবং তদন্ত তদারকিতে যারা জড়িত, তাদের এ বিষয়ে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন।এছাড়া দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাক্ষীর উপস্থিতি বাড়ানো, আলামত হাজির করা, আলামত নিষ্পত্তিসহ অন্যান্য বিষয়ে তাগিদ ও দিকনির্দেশনা দেন তিনি। পাশাপাশি মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারীসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে করা মামলাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ডিএমপির ২৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন জোনের ডিসি, পিবিআই, র্যা ব, দুদক, মাদক, কারাগার, পিপি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন হাসপাতালের পরিচালকদের প্রতিনিধি ও বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।