NEWSTV24
২০৩০-এর মধ্যে পেনশনের আওতায় আসবে সবাই
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২ ১৭:০৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশের সব মানুষকে পেনশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এ নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রথমে আইন প্রণয়ন পরে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত পেনশন অথরিটি সৃষ্টির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার সকালে গণভবনে অর্থ বিভাগের সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনবিষয়ক একটি উপস্থাপনা দেখার পর প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা আমাদের সময়কে এ তথ্য জানান।সংশ্লিষ্টরা বলছেন, অতি দ্রুত সার্বজনীন পেনশন কার্যক্রম শুরু হবে। দেশের সব নাগরিক এবং দেশের বাইরে থাকা নাগরিকদের ২০৩০ সালের মধ্যে পেনশন স্কিমের আওতায় আনা হবে। আওয়ামী লীগের গত নির্বাচনী ইশতেহারে বিষয়টি যোগ করেছিলেন দলের সভাপতি শেখ হাসিনা। তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে বলেছেন তিনি। এ পেনশন পাওয়ার জন্য সবাইকে তাদের সাধ্য অনুযায়ী পেনশন অথরিটি অ্যাকাউন্ট নম্বরে টাকা জমা রাখতে হবে। জমাকৃত টাকার সঙ্গে সরকার আরও কিছু যোগ করবে।বয়স ৬০ বছর পার হলে জমাকৃত পুরো টাকা পাবে সার্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্তরা।বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।