NEWSTV24
শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান অব্যাহত থাকবে: কাদের
বুধবার, ১০ নভেম্বর ২০২১ ১৫:২৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার সকালে শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান ওবায়দুল কাদের।আওয়ামী লীগের সাধারণ সম্পাদকবলেন,নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান অব্যাহত থাকবে।এ সময়আওয়ামী লীগের অন্যান্য সদস্য ও নেতা-কর্মীরা সেতুমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।