NEWSTV24
এটিএমে টাকা উত্তোলনের সীমা বাড়লো
মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ ০৩:২৫ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। একজনের সর্বোচ্চ সীমার ন্যূনতম পরিমাণ এক লাখ টাকা করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণভাবে এটিএম বুথ থেকে দিনে তিনবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা উত্তোলন করা যায়।বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সরকার ঘোষিত বিধি-নিষেধ চলাকলীন সাধারণ জনগণের চাহিদা মোতাবেক নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে এটিএমে পর্যাপ্ত অর্থ সরবরাহ করতে হবে। এটিএম থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমার ন্যূনতম পরিমাণ হবে ১ লাখ টাকা। এ ছাড়া সরকার নির্ধারিত সময়সীমার আলোকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসে (এমএফএস) টাকা সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।এর আগে এক নির্দেশনার মাধ্যমে এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের সর্বোচ্চ মাসিক সীমা ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়। এ ছাড়া ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে ৪০ হাজার টাকা পর্যন্ত চার্জ না কাটার নির্দেশ দেওয়া হয়।