NEWSTV24
পুরো এক লাখকে দ্রুত ভাসানচরে নিতে হবে
সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ১৫:৫১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

অনেক বাধা-বিঘ্ন পেরিয়ে বিজয়ের মাসের প্রথম ভাগে কক্সবাজার ক্যাম্প থেকে রোহিঙ্গাদের প্রথম দল ভাসানচরে স্থানান্তরিত হয়েছে। তাতে বেশ কিছু পরিবার মিলে প্রায় দেড় হাজারের ঊর্ধ্বে তারা ভাসানচরে গেল। সেখানে যাওয়ার পর প্রত্যেকটি পরিবার আলাদা আলাদা সেমিপাকা বসতঘর বুঝে পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছে এই মর্মে যে, তাদের নতুন বাসস্থান ও সুযোগ-সুবিধা কক্সবাজার থেকে অনেক উন্নতমানের। সুতরাং রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে কিছু পক্ষ ও আন্তর্জাতিক সংস্থা এতদিন ধরে যেসব কারণ উল্লেখ করে বিরুদ্ধাচরণ করে আসছিল তা যে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত ছিল সেটি ভাসানচরে প্রথম দলে আসা রোহিঙ্গাদের প্রতিক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হয়।আশা করি বাকি এক লাখও দ্রুত ভাসানচরে স্থানান্তরিত হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু আন্তর্জাতিক সংস্থা এখনো অযৌক্তিক অজুহাত তুলে স্থানান্তরে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, যা কোনো বিচারেই বাঞ্ছনীয় নয়। গণহত্যা ও সীমাহীন নির্যাতনের মুখে প্রায় ১১-১২ লাখ রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ নিজ দেশ মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। বাংলাদেশ একমাত্র মানবিক কারণেই তাদের আশ্রয় দিতে বাধ্য হয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট এবং তারপর মিয়ানমার সেনাবাহিনী যা করেছে তাতে বাংলাদেশ যদি অবাধে রোহিঙ্গাদের প্রবেশ করতে না দিত তাহলে সেদিনগুলোতে কয়েক লাখ রোহিঙ্গার লাশ নাফ নদে ভেসে বঙ্গোপসাগরে পতিত হতো। তাই রোহিঙ্গারা আশ্রয়-প্রার্থী হয়েছে, আমরা আশ্রয় দিয়েছি। এটাই বাংলাদেশ ও রোহিঙ্গাদের মধ্যে সম্পর্ক, অন্যকিছু নয়। তারা বাংলাদেশের নাগরিকদের মতো অধিকার চাইতে পারে না। হিউম্যানিটারিয়ান যতরকম প্রয়োজন রয়েছে তার সবকিছু নিশ্চিত করার সব পদক্ষেপ বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। একই সঙ্গে মানবিক সহায়তা সম্পর্কিত কার্যক্রম পরিচালনার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর চাহিদা মোতাবেক সবরকম ব্যবস্থা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া ও করা হয়েছে। বরং বাংলাদেশ এক্ষেত্রে অনেক উদারতা দেখিয়েছে, কোনোরকম কোনো শর্ত আরোপ করেনি।